চাঁচল

বেপরোয়া বাইক দৌরাত্ম্যের বলি প্রৌঢ় পথচারী

 

বেপরোয়াভাবে বাইক চালানোর উন্মাদনা দিনকে দিন বেড়েই চলেছে সর্বত্র। সেই বেপরোয়া বাইক দৌরাত্মের বলি হলেন ৫৮ বছর বয়সী এক প্রৌঢ় পথচারী। ঘটনাটি ঘটেছে চাঁচল-সামসি বাইপাস সড়কের ধারে কৃষ্ণগঞ্জ এলাকায়।

    জানা যায়, মৃত ব্যক্তির নাম নৌসাদ আলি, বাড়ি কৃষ্ণগঞ্জেই। পেশায় তিনি রাজমিস্ত্রী। মঙ্গলবার রাতে কাজ সেরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এমন সময় চাঁচলের দিক থেকে অতিদ্রুত গতিতে ছুটে আসা এক মোটরবাইক সজোরে ধাক্কা মারে সাইকেলে থাকা ওই প্রৌঢ়কে। সংঘর্ষে গুরুতর ভাবে জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৮ বছর বয়সী রাজমিস্ত্রী নৌসাদ আলির। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এদিকে ঘাতক বাইকের চালক পলাতক বলে পুলিশ সূত্রের খবর। ঘাতক বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় কৃষ্ণগঞ্জে। বেপরোয়াভাবে বাইক চালানোর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।